চেন্নাই: শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ করা নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন ত্রিবাঙ্কুর দেবাসম বোর্ডের প্রধান প্রয়ার গোপালকৃষ্ণন। তাঁর দাবি, ‘এটা ব্যক্তিগত কোনও বিষয় নয়। সুরক্ষা ও রীতি দুটোই সমান গুরুত্বপূর্ণ। আদালত যদি বলেও দেয়, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলারা শবরীমালায় প্রবেশ করতে পারবেন, আমরা নিশ্চিত, কোনও ভদ্র পরিবারের মহিলারা মন্দিরে প্রবেশ করবেন না।’ এই মন্তব্যের জন্য সমালোচনা শুরু হতেই গোপালকৃষ্ণন পাল্টা বলেছেন, ‘শবরীমালাকে তাইল্যান্ড বানানোর চেষ্টা করবেন না।’

শবরীমালায় মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে। সুপ্রিম কোর্ট এখনও এ বিষয়ে রায় দেয়নি। বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়েছে। এরই মধ্যে গোপালকৃষ্ণন দাবি করেছেন, মহিলাদের প্রবেশের অনুমতি দিলে শবরীমালা পর্যটন কেন্দ্রে পরিণত হবে। সুরক্ষা নিয়েও সমস্যা হতে পারে। তাই শবরীমালায় মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।