মুম্বই: প্রকৃতিকে নিয়ন্ত্রণের সাধ্য মানুষের নেই বটে, তবে নিয়মিত বর্ষার মরসুমে বন্যা হচ্ছে মুম্বইয়ে, গত কয়েক বছরে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এমনই অভিমত জানাল বম্বে হাইকোর্ট। বর্ষার সময় বন্যায় যাতে শহরবাসীকে ভুগতে না হয়, সেজন্য মুম্বইয়ে একটি দ্বিতীয় ডপলার রাডার সিস্টেম বসানো সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়ে কয়েক বছর আগে একটি জনস্বার্থ পিটিশন দেন অটল বিহারী দুবে নামে এক আইনজীবী। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি এন এম জামদারকে নিয়ে গঠিত বম্বে হাইকোর্টের বেঞ্চে তার শুনানির সময় বিচারপতি চেল্লুর বলেন, প্রকৃতিকে বশ করতে পারি না আমরা। কিন্তু মু্ম্বইয়ে এই প্রথম এমন হল না। আমরা এক ইঞ্চিও এগতে পারিনি। ২০১৬-য় মহারাষ্ট্র সরকার ও বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) আদালতে জানায়, জায়গা চিহ্নিত হয়ে গিয়েছে, গোরেগাঁও শহরতলিতে একটি ডপলার রাডার বসানোয় সম্মতিও মিলেছে। কিন্তু এ ব্যাপারে আর কোনও অগ্রগতি হয়নি বলে গতকাল আদালতে জানান পিটিশনারের কৌঁসুলি এস সি নাইডু। এ বছরও ২৯ আগস্ট মুম্বই প্রবল বর্ষণে অচল হয়ে গিয়েছিল বলে জানান তিনি। আগামী ৭ সেপ্টেম্বর পিটিশনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।