শ্রীনগর: জিপে যুবককে বেঁধে নিয়ে যাওয়া নিয়ে এত চেঁচামেচি হচ্ছে কেন? প্রশ্ন করলেন কেন্দ্রের মুখ্য আইনি উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তিনি বলেছেন, জিপে ওই বিক্ষোভকারীকে বেঁধে নিয়ে যাওয়ায় পাথর ছোঁড়া বিচ্ছিন্নতাবাদীদের ঠেকানো গিয়েছে, প্রাণে বেঁচেছেন ভোট কর্মীরা। তাহলে এত হইচই কীসের? অ্যাটর্নি জেনারেলের কথায়, প্রতিদিন কাশ্মীরে মানুষ মারা যাচ্ছে, সেখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সেনা প্রতি মুহূর্তে যাদের সঙ্গে লড়ছে তারা জঙ্গি, সাধারণ বিক্ষোভকারী নয়। তাদের সঙ্গে সেভাবেই ব্যবহার করা হবে। সকলের সেনার প্রতি গর্ব হওয়া উচিত, ওইরকম বৈরী পরিস্থিতিতে সাধারণ কাজ করছে তারা। অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন, এসি ঘরে বসে আপনি সেনার সমালোচনা করতে পারেন না। নিজেকে তাদের জায়গায় নিয়ে গিয়ে একবার দেখুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার টুইটারে পোস্ট করা ভি়ডিওটিতে দেখা যায়, সেনা জিপের সামনে এক যুবককে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। তা নিয়ে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। রাজ্য পুলিশ সেনার বিরুদ্ধে এফআইআর করে। ওই যুবককে অপহরণ করা ও তার জীবন বিপন্ন করা নিয়েও সেনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে তারা।