চণ্ডীগড়: পঞ্জাবে কামাল করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তাঁর নেতৃত্বেই দীর্ঘ এক দশক পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্জাবে ক্ষমতায় ফিরল কংগ্রেস। আজ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে।


১১৭ আসনের বিধানসভায় ইতিমধ্যেই ৭৭টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। ফলে সরকার গঠন করতে চলেছে কংগ্রেসই। শিরোমণি অকালি দল-বিজেপি জোট পেয়েছে মাত্র ১৫টি আসন। অন্যদিকে, আম আদমি পার্টি দখল করেছে ২২টি এবং লোক ইনসাফ পার্টির দখলে এসেছে ২টি আসন।


বিদায়ী মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল হার স্বীকার করে নিয়েছেন। তিনি আগামীকাল রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। বাদল আরও বলেছেন, তাঁরা এই নির্বাচনে দলের হারের কারণ নিয়ে আলোচনা করবেন। অমরিন্দরকে অভিনন্দন। শিরোমণি অকালি দল ক্যাপ্টেনের সঙ্গে সহযোগিতা করবে।


ক্যাপ্টেন অমরিন্দর অবশ্য লাম্বি কেন্দ্রে তিনি নিজে হেরেছেন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের কাছে, ২২,৭৭০ ভোটে। যদিও পাতিয়ালায় তিনি ৫২,০০০-এর বেশি ভোটে হারিয়েছেন আম আদমি পার্টি প্রার্থীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ফোন করে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের ক্যাপ্টেনকে। অমরিন্দর বলেছেন, অকালিরা পঞ্জাবকে ধ্বংস করে দিয়েছে।


আম আদমি পার্টি গ্রীষ্মকালীন ঝঞ্ঝার মতো হাজির হয়েছি্ল। মানুষ ভোট দিয়ে অকালিকে হারিয়ে দিয়েছে এবং আপ-কে প্রত্যাখ্যান করেছে। সুশাসন, মাদক সমস্যার মোকাবিলা করা, স্বাস্থ্য ও শিক্ষার উপর জোর দেবে কংগ্রেস।


পঞ্জাবে সাধারণত ৫ বছর অন্তর অন্তর ক্ষমতার হাতবদল হয়। কিন্তু ২০১২-য় সব হিসেবনিকেশ উলটে দিয়ে দ্বিতীয়বারের জন্য মসনদে বসে ক্ষমতাসীন শিরোমণি অকালি দল ও বিজেপি জোট। ফলে ১০ বছর এক জোট ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠানবিরোধী হাওয়া এবার সেখানে ছিল তীব্র।


পাশাপাশি আচমকা বড় মুখ হিসেবে উঠে আসে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। পঞ্জাবের ড্রাগ সমস্যা নিয়ে জোরদার প্রচার চালায় তারা। ফলে পঞ্চনদের রাজ্যে ভোটের লড়াই এবার ছিল ত্রিমুখী।


এক্সিট পোল বলছিল, হয় কংগ্রেস ক্ষমতায় ফিরবে নয়তো প্রথমবারের মত ক্ষমতায় আসবে আপ। মিরাকল ছাড়া তৃতীয়বারের জন্য অকালি-বিজেপির ফেরার কথা ছিল না। ক্ষমতাসীন জোটের ওপর মানুষের অসন্তোষও ছিল স্পষ্ট।


রাজ্য কংগ্রেসের সবথেকে বড় ভরসা ক্যাপ্টেন অমরিন্দর সিংহ তীব্র নরেন্দ্র মোদী হাওয়ার মধ্যেও অমৃতসরে হারিয়েছিলেন হেভিওয়েট বিজেপি প্রার্থী অরুণ জেটলিকে। তা ছাড়া দীর্ঘ টালবাহানার পর ভোটের কিছুদিন আগে বিজেপির একমাত্র পরিচিত শিখ মুখ নভজ্যোত সিংহ সিধু কংগ্রেসে যোগ দেন। ফলে ক্যাপ্টেনের হাত আরও শক্ত হয়।


কিন্তু খোদ অরবিন্দ কেজরীবাল ঝোড়ো প্রচার চালানো সত্ত্বেও আম আদমি পার্টির ফল আশানুরূপ হয়নি।