শিমলা: হিমাচল প্রদেশের কাংড়া জেলায় জলের তোড়ে ভেসে গেল কানদ্রোরি সেতু। ক্যামেরাবন্দি হল সেই ভয়ঙ্কর দৃশ্য। ফলে ইন্দোরা-দামতাল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর প্রায় ৫০ মিটার অংশ ভেঙে গিয়েছে। জলের তোড়ে টুকরো হয়ে গিয়েছে সেতুর অন্তত আটটি পিলার। ১৯৭২-এ তৈরি হয়েছিল এই সেতু। গত কয়েকদিন ধরে পাহাড়ি এলাকায় প্রচণ্ড বৃষ্টি হওয়ায় নদীতে বেড়েছিল জলস্তর। সেই জলের তোড়েই ভেসে গিয়েছে সেতুর একটা অংশ। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের মহাদে মুম্বই-গোয়া সড়কে ব্রিটিশ আমলের একটি পুরানো ব্রিজ জলের তোড়ে ভেঙে যায়। এরফলে সরকারি পরিবহণ সংস্থার দুটি বাস সহ কয়েকটি গাড়ি সাবিত্রী নদীতে ভেসে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে।