চণ্ডীগড়: ধরা পড়ার এক সপ্তাহের মধ্যেই পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল ‘পাকিস্তানি চর’ পায়রা! পুলিশ জানিয়েছে, ‘অনুপ্রবেশের’ পথ ধরেই সীমান্ত পেরিয়ে সে আকাশপথে পাড়ি দিয়েছে পাকিস্তানে।


খবরে প্রকাশ, গত সপ্তাহে পঞ্জাবের শ্রীগঙ্গানগরে ধরা পড়ে এই ‘চর’ কপোতটি। পায়রাটির সঙ্গে ‘৫৫৪৭ জানবাজ খান’ কথাগুলি লেখা চিরকূট পাওয়া গিয়েছিল। দু’ঘণ্টার চেষ্টায় তা ধরা হয়েছিল।


কিন্তু, বুধবার শ্রীবিজয় নগর থানার হেড কনস্টেবল কৌতূহলবশত খাঁচা খুলতেই কপোত সোজা ধাঁ হয়ে যায়। জানা গিয়েছে, খাঁচা থেকে মুক্ত হতেই পায়রাটি পাকিস্তানের দিকে উড়ে যায়।


প্রসঙ্গত, গত বছর পঠানকোট হামলার পর থেকে একাধিকবার পাকিস্তানের দিক থেকে এদেশে ‘অনুপ্রবেশ’ করা পায়রা, বাজপাখি, বেলুন ধরা পড়েছে ভারতীয় আধিকারিকদের হাতে।