মথুরা: মথুরায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন।
মথুরা-ভরতপুর রোডে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায়। গাড়ির মধ্যে থাকা ১০ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে দুর্ঘটনাটি ঘটায় কারও নজরে পড়েনি। আলো ফুটতে স্থানীয় কয়েকজন যুবক জগিং করতে করতে ওই খালের ধারে আসেন। তাঁরা দেখতে পান খালে পড়ে থাকা গাড়িটিকে। পুলিশ এসে গাড়িটি তুলে ভেতর থেকে উদ্ধার করে ১০ জনের লাশ।
জানা গিয়েছে, এঁরা বরেলির বাসিন্দা ছিলেন। বালাপুর মন্দির দর্শন সেরে ফিরছিলেন সকলে। কয়েকজনের পরিচয় জানা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মথুরায় খালে পড়ল গাড়ি, মৃত ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2017 09:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -