পুলিশের ঘোড়া শক্তিমান-কে লাঠি: দলীয় বিধায়কের বিরুদ্ধে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' মামলা প্রত্যাহার উত্তরাখণ্ডের বিজেপি সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Oct 2017 04:28 PM (IST)
দেহরাদুন: পুলিশের ঘোড়া শক্তিমান-এর মারধরের জেরে মৃত্যুর জন্য দায়ী করে মুসৌরির দলীয় বিধায়ক গণেশ জোশীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার।
গণেশের বিরুদ্ধে রাজ্যের আগের সরকারের রুজু করা মামলাকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত' আখ্যা দিয়েছেন বর্তমান সরকারের নগরোন্নয়নমন্ত্রী তথা মুখপাত্র মদন কৌশিক। রাজনৈতিক প্রতিহিংসা পূরণেই মামলা করা হয়, অভিযোগ করেন তিনি।
গণেশ ও বিজেপির একাধিক নেতা, কর্মীকে জন্তু, জানোয়ারের প্রতি নৃশংস আচরণ রোধ আইন ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযুক্ত করা হয়।
কৌশিক বলেন, গণেশের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক প্রতিশোধপরায়ণতার পর্যায়ে পড়ে, তাই সেটি তুলে নেওয়া হয়েছে। সামাজিক ব্যাপারে উদ্বেগ প্রকাশ করায় আমাদের আরও নেতা, কর্মীদের বিরুদ্ধে অন্যায় ভাবে রুজু হওয়া এমন সব মামলাই প্রত্যাহার করা হচ্ছে।
গত বছরের ১৪ মার্চের রাজ্য বিধানসভা ভবনের বাইরে বিজেপির বিক্ষোভের মধ্যে শক্তিমানের সঙ্গে পাশবিক আচরণ করা জনতার পুরোভাগে গণেশ ছিলেন। ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিওতে গণেশকে লাঠি হাতে শক্তিমান-এর ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে। লাঠির ঘায়ে পিছনের একটি পায়ে মারাত্মক চোট পায় ঘোড়াটি। সেই পা-টি বাদ দিতে হয়। নকল পা বসানো হয়। তবে শক্তিমানকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘটনার এক মাস পেরনোর কিছুদিন বাদে সে মারা যায়।
দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি পশুপ্রেমী গোষ্ঠীগুলিও নিন্দায় সরব হয়। গণেশকে শক্তিমানের মৃত্যুতে অভিযুক্ত করে জেলে পাঠানো হলেও তিনি জামিনে ছাড়া পেয়ে যান।
এদিকে গণেশের নামে মামলা তুলে নেওয়ার বিজেপি সরকারের সিদ্ধান্তে প্রবল অসন্তুষ্ট উত্তরাখণ্ড কংগ্রেস শাখার সভাপতি প্রীতম সিংহের বক্তব্য, নিজেদের নেতাদের পিঠ বাঁচাতে এটা বিজেপির ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -