নয়াদিল্লি: জাল, বিকৃত অডিওক্লিপ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে দেশের প্রতিরক্ষা বাহিনী, সরকারের শীর্ষকর্তাদের সম্পর্কে দেশবাসীর মনে বিরাগ, বিরূপ ধারণা তৈরি করা, তাঁদের অপদস্থ করার অভিযোগে এক অনাবাসী ভারতীয়ের (এনআরআই) বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি পুলিশের। তারা জানিয়েছে, অডিওক্লিপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি অমিত শাহের কথোপকথন রয়েছে। তাঁদের পুলওয়ামা সন্ত্রাস পরবর্তী ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে। কিন্তু আদতে তা জাল, বিকৃত, এডিট করা।
অবশ্য সেই অডিও ক্লিপটি সোস্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয় পরে।
অভিযুক্ত অনাবাসী ভারতীয়ের নাম অভি দান্ডিয়া। দিল্লি পুলিশ বলেছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সভাপতির ভুয়ো কথোপকথনের একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন। অডিও ক্লিপে এক অজ্ঞাতপরিচয় মহিলার গলাও শোনা গিয়েছে। কিন্তু সেটি এমন ভাবে এডিট, কাঁটছাট করে বানানো যাতে শুনলে মনে হবে, তাঁরা ভারতীয় জওয়ানদের মৃত্যুকে হাতিয়ার করে জাতীয়তাবাদী আবেগ উসকে দেওয়ার ‘চক্রান্ত করছেন’। কিন্তু তদন্তে বেরয়, সেটি নকল, বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের সাক্ষাত্কারের অংশ ইচ্ছেমতো কেটেছেঁটে তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।