জইশ প্রধানকে ‘মাসুদজি’ বলেছেন, অভিযোগে রাহুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা অসমের তথ্য জানার অধিকার আন্দোলনকর্মীর
Web Desk, ABP Ananda | 14 Mar 2019 06:28 PM (IST)
মোরিগাঁও (অসম): রাহুল গাঁধীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা অসমের তথ্য জানার অধিকার আন্দোলনকর্মীর। রাজু মহন্ত নামে অভিযোগকারীর দাবি, কংগ্রেস সভাপতি সম্প্রতি জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে ‘আজহারজি’ বলেছেন। মোরিগাঁও থানার অফিসার ইন চার্জ প্রদীপ নাথ বলেছেন, একটা সন্ত্রাসবাদীকে ‘জি’ সম্বোধন করে রাহুল নিজের ভারত-বিরোধী মানসিকতা স্পষ্ট করে দিয়েছেন বলে অভিমত রাজুর। মামলায় এফআইআর রুজু করা হয়েছে, পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান হত্যার দায় নিয়েছে মাসুদের দল জইশ। গত মঙ্গলবার বিহারের এক সমাজকর্মীও মুজফফপুরের আদালতে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করে সওয়াল করেছেন, উনি জইশ প্রতিষ্ঠাতাকে ‘মাসুদ আজহারজি’ বলে সম্বোধন করে জনসাধারণের আবেগে আঘাত করেছেন। গত সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস কর্মীদের এক সভায় বিজেপিকে তোপ দেগে রাহুল বলেছিলেন, ৫৬ ইঞ্চি বুকের ছাতিওয়ালা এইসব লোকজনের কথা মনে করুন। ওদের জমানায় বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মাসুদ আজহারজির সঙ্গে একই বিমানে চড়েছিলেন। কান্দাহারে তাকে ওদের লোকজনের হাতে তুলে দিয়েছিলেন। তারপর থেকেই জলঘোলা হচ্ছে।