মুম্বই: গায়ক অঙ্কিত তিওয়ারির বাবা আর কে তিওয়ারিকে ঘুঁষি মারার অভিযোগে প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউইটের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। গতকাল মুম্বইয়ের বাঙ্গুর নগর থানায় আন্দ্রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অঙ্কিতের বাবা। কাম্বলির আবার পাল্টা অভিযোগ, ভিড়ের মধ্যে তাঁর স্ত্রীর গায়ে ইচ্ছাকৃতভাবে হাত দেন ওই বৃদ্ধ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



কাম্বলি অবশ্য ট্যুইটারে দাবি করেছেন, গতকাল একটি শপিং মলে এই ঘটনা ঘটে। তাঁর স্ত্রীকে অবাঞ্চিতভাবে স্পর্শ করেন অঙ্কিতের বাবা। এই ট্যুইট দেখার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।