ভদোদরা: ‘রঈস’-এর প্রচার চলাকালীন এক ব্যক্তির মৃত্যুর প্রেক্ষিতে বলিউড অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হোক রেল পুলিশকে। এই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন এক ব্যক্তি।
রেলে তাঁর অভিনীত ছবি ‘রঈস’-এর প্রচারের অঙ্গ হিসেবে গত ২৩ জানুয়ারি রাতে অগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে করে ভদোদরা রেল স্টেশনে পৌঁছন। সেই সময় প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার জন্য তাঁর অনুগামীদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়।
শুরু হয় ধস্তাধস্তি। উত্তপ্ত হয় গোটা এলাকা। এই ফাঁকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদ খান পাঠান নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই প্রেক্ষিতে এদিন ভদোদরার প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হন সোলাঙ্কি নামে এক ব্যক্তি। তাঁর আবেদন, শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করতে রেল পুলিশকে নির্দেশ দিক আদালত।
শাহরুখের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(এ), ৪২৭, ৩৩৬, এবং ১৪৭ ধারায় মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন তিনি।