নয়াদিল্লি: নোট পরিস্থিতি স্বাভাবিক হতে হতে ফেব্রুয়ারির শেষ হয়ে যেতে পারে। এমনটা বলছে খোদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর এক সমীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ ডিসেম্বরের ডেডলাইন বেধে দিয়েছিলেন! বলেছিলেন, তারপর পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এসবিআই-এর সমীক্ষা বলছে, বাজার থেকে যে পরিমাণ নোট বাতিল হয়েছে, ৩০ ডিসেম্বরের মধ্যে তার বড়জোর পঞ্চাশ শতাংশ ফিরে আসবে। সব কিছু ঠিকঠাক চললে তবে ফেব্রুয়ারির শেষ অবধি ৭৫ থেকে ৮৮ শতাংশ টাকা ফিরে আসতে পারে। তবেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।