জয়পুর ও বিজয়ওয়াড়া: নোট বাতিলের পর দেশের বিভিন্ন স্থানে হানা দিয়ে অবৈধভাবে নতুন নোট সংগ্রহের বিরুদ্ধে জোরাদার অভিযান চলছে। বিভিন্ন স্থানে হানা দিয়ে উদ্ধার হচ্ছে বহু পরিমাণ টাকা। এবার রাজস্থানে দুটি পৃথক স্থানে হানা দিয়ে উদ্ধার হল নতুন নোটে ৪০ লক্ষ টাকা। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ জেলায় বাজেয়াপ্ত ২০০০-এর নোটে ১৭.৩০ লক্ষ টাকা।


রাজস্থানের বিদ্যানগর এলাকায় রাজ্য পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের হাতে নতুন ২০০০-এর নোটে ৪০ লক্ষ টাকা সহ পাকড়াও হল দুই ব্যবসায়ী। গত কয়েকদিন ধরেই পুলিশের নজরে ছিল ওই দুই ব্যবসায়ী। স্পেশ্যাল অপারেশন গ্রুপের এসপি বিকাশ কুমার জানিয়েছেন, গতকাল রাতে ওই দুজনের কাছে নোট বদলানোর অজুহাতে ছদ্মবেশে পাঠানো হয় এক পুলিশ কর্মীকে।২৫ শতাংশ কমিশনে তারা নোট বদলাতে রাজি হয়ে যায়। এরপরই তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি আয়কর দফতরকে জানানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় পুরানো নোট কমিশনের বিনিময়ে বদলানোর জন্য রাখা নতুন নোটে ১৭.৩০  লক্ষ টাকা সহ ধরা পড়ল এক ব্যক্তি। কয়েকজন ব্যক্তির সঙ্গে ৬ শতাংশ কমিশনের বিনিময়ে পুরানো নোট বদলে নতুন নোট দেওয়ার বোঝাপড়া হয় ধৃত ও তার এক সঙ্গীর। পুলিশের এক কনস্টেবলের সঙ্গে যোগসাজশে এই বোঝাপড় হয়। কিন্তু যাদের নোট বদলানোর কথা ছিল তারা না আসায় ধৃত ব্যক্তি ফিরে যাচ্ছিল। কিন্তু রাস্তায় পুলিশের রুটিন তল্লাশিতে তার কাছ থেকে ২০০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করা হয়। ধৃতের সঙ্গীর খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।