বাবা রাম রহিমের সাজা ঘোষণা: আম্বালা থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার, হিংসা ছড়াতেই অর্থের আয়োজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Aug 2017 05:55 PM (IST)
চণ্ডীগড়: বাবা রাম রহিমের সাজা ঘোষণার পর এখনও পর্যন্ত হরিয়ানা-পঞ্জাবের কোনও অঞ্চলে হিংসার খবর না থাকলেও, সূত্রের খবর পরিস্থিতি উত্তপ্ত করতে ও হিংসা ছড়াতে টাকা এনে রাখা হয়েছিল পঞ্জাবের বিভিন্ন জায়গায়। আম্বালা পুলিশ এক ডেরা ভক্তের বাড়ি থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, পুরো এলাকায় হিংসা ছড়াতে ও গুণ্ডাবেশী ভক্তদের হাতে অস্ত্র সরবরাহ করতে এই টাকা আনা হয়েছিল। মূলত ডেরা অনুগামী জয়রাম বিভিন্ন ভক্তদের কাছ থেকে টাকা তুলেছিল হিংসা ছড়াতেই। অশোক কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জয়রামের বিষয় জানতে পারে পুলিশ। আপাতত জয়রাম পলাতক। এদিকে তদন্তে নেমে পুনীত নামের আরও এক ব্যক্তির কথা জানতে পারে পুলিশ। সে জান্ডালি গ্রামের বাসিন্দা। তার ওপরও হিংসা ছড়ানোর দায়িত্ব পড়েছিল। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে দুই ডেরা অনুগামী।