দাবি, সরকারি সহায়তা মেলেনি, আম্বেদকরের মূর্তি প্রদক্ষিণ করে বিয়ে গরিব দলিত পাত্রপাত্রীর
Web Desk, ABP Ananda | 05 Jul 2017 05:55 PM (IST)
সেহোর (মধ্যপ্রদেশ): গরিব ঘরের মেয়েদের বিয়ের জন্য বরাদ্দ সরকারি সহায়তা প্রকল্পের সুবিধা না পেয়ে শহরের এক পার্কে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিকে সাতবার প্রদক্ষিণ করে বিয়ে করলেন গরিব দলিত যুবক, যুবতী। গত ৩ জুলাই। কাল্লু জাতভ, বিজয়ন্তী রাজোরিয়া নামে ওই দম্পতি দলিত আম্বেদকরের মূর্তির পাশে বুদ্ধের ছবির সামনে বিয়ের পোশাকে মালাবদল করলেন দুজনে। আজকাল বিয়ের অনু্ষ্ঠানে খরচের বন্যা বইয়ে আড়ম্বর, ধুমধামের যে চল রয়েছে, তার বিরুদ্ধেও বার্তা দিতে চেয়েছেন তাঁরা। জাতভের অভিযোগ, তিনি আর্থিক ভাবে পিছিয়ে পড়া ঘরের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনার মতো সরকারি স্কিমের সুযোগ পাওয়ার চেষ্টা করেও সফল হননি। তারপরই কিছু সমাজকর্মীর পরামর্শে সাদামাঠা ভাবে বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নেন। নরেন্দ্র খানগ্রালে নামে সমাজকর্মী বলেন, দুজনের পরিবারই খুব গরিব। বিয়েতে আনন্দ অনুষ্ঠান করার সঙ্গতি নেই। আমরা এটা জেনে কোনওমতে বিয়েটা উতরে দেওয়ার আয়োজন করি, যাতে ওদের পয়সাটা বেঁচে যায়।