শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা ও সোপিয়ান জেলায় বিভিন্ন ব্যাঙ্কের ৪০টি শাখায় নগদ লেনদেন বন্ধ করে দেওয়া হল। সম্প্রতি জঙ্গিরা ব্যাঙ্কে হামলা চালিয়ে টাকা লুঠ করাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, ভবিষ্যতে টাকা লুঠ করার উদ্দেশ্যে ফের হামলা চালাতে পারে জঙ্গিরা। সেই কারণেই ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা নিয়ে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ব্যাঙ্কে টাকা নিয়ে যাওয়াই শুধু বন্ধ করা হয়েছে। এটিএম সহ অন্যান্য পরিষেবা আগের মতোই চলবে। গ্রাহকরা বিভিন্ন শাখা থেকে নগদ লেনদেন করতে পারবেন। ব্যাঙ্কের কর্মী এবং সম্পদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত নগদ লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়ে গেলেই ফের নগদ লেনদেন শুরু হবে।

গতকাল জম্মু ও কাশ্মীরের অর্থমন্ত্রী হাসিব দ্রাবুর নেতৃত্বে রাজ্যের ব্যাঙ্ককর্মীদের কমিটির বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকে ব্যাঙ্কগুলির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। অতিরিক্ত সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং বুলেটপ্রুফ ক্যাশ ভ্যানের কথা ভাবা হচ্ছে। অর্থমন্ত্রী নিরাপত্তারক্ষীদের সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, নজরদারি ভাল, কিন্তু সেটা কোনও সময়ই নিরাপত্তারক্ষীদের বিকল্প হতে পারে না।