১ জানুয়ারি থেকে এটিএমে তোলা যাবে ৪,৫০০ টাকা
Web Desk, ABP Ananda | 31 Dec 2016 12:08 AM (IST)
নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিন থেকেই বাড়ছে এটিএমে টাকা তোলার উর্ধ্বসীমা। ২,৫০০ টাকার বদলে প্রতিদিন ৪,৫০০ টাকা তোলা যাবে এটিএম থেকে। যদিও সপ্তাহে ২৪ হাজার টাকাই তোলা যাবে। এক্ষেত্রে কোনও বদল হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্ক এই ঘোষণা করেছে। এর আগে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, রিজার্ভ ব্যাঙ্কের হাতে যথেষ্ট অর্থ আছে। নোট-পরিস্থিতির উন্নতি হচ্ছে। শুক্রবারই ব্যাঙ্কে নোট বদলের শেষ দিন ছিল। বিভিন্ন ব্যাঙ্ক ও এটিএমের বাইরে লম্বা লাইন দেখা যায়। তবে এদিন রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় মানুষ কিছুটা স্বস্তি পাবেন।