কোচি: সৌদি আরব থেকে লুকিয়ে চুরিয়ে পোষা বেড়াল নিয়ে দেশে ফিরছিলেন এক দম্পতি। কিন্তু শেষ রক্ষা হল না। কোচি বিমানবন্দরে শুল্ক বিভাগের চেকিংয়ের সময় ধরা পড়ে গেল তাঁদের বেড়াল। সেটিকে এখন ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আরবে।


২ তারিখ জেড্ডা থেকে কোচির বিমান ধরেন ওই দম্পতি। কিন্তু কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পোষা বেড়ালটি শুল্ক বিভাগের গোয়েন্দাদের নজর এড়াতে পারেনি। শুল্ক বিভাগ জানিয়ে দেয়, জীবন্ত পশু আনার জন্য নির্দিষ্ট বিমানবন্দর রয়েছে, সেগুলি হল, কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ। এই বন্দরগুলিতে পোষ্যকে আলাদা করে রেখে যে দেশ থেকে সে আসছে তাদের দেওয়া হেলথ সার্টিফিকেট খতিয়ে দেখে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। ওই দম্পতির উচিত ছিল বেড়াল আনার জন্য এই বন্দরগুলির কোনওটির বিমান ধরা। তা তাঁরা করেননি। তাছাড়া তাঁদের কাছে পোষ্য আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও নেই।

বেড়ালটিকে আটক করেছে শুল্ক বিভাগ। যে বিমানে সেটি এ দেশে ঢুকেছে সেই সৌদি এয়ারলাইন্সকে তারা নির্দেশ দিয়েছে, তাকে আবার জেড্ডা ফিরিয়ে নিয়ে যেতে।

ওই দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, হতে পারে জরিমানাও।