নয়াদিল্লি: হিমবাহের দেওয়াল ভেঙে হিমাচল প্রদেশের একটি পাহাড়ি সড়কে নেমে আসছে বরফের স্তুপ। সোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিশাল বরফের স্তুপ যেভাবে রাস্তায় ধেয়ে আসছে, তা বেশ ভয়াবহ।

ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেস অফিসার নাভিদ ট্রুম্বো। ভিডিওতে দেখা যাচ্ছে, হিমবাহ থেকে একটা বড় অংশ রাস্তায় গড়িয়ে ধেয়ে আসছে। তা দেখে লোকজন নিরাপদ দূরত্বে সরে যেতে দৌড়চ্ছেন।




নাভিদ ভিডিও শেয়ার করে লিখেছেন, চলন্ত হিমবাহের শক্তি কী বাস্তবে দেখেছেন? এই ঘটনা হিমাচল প্রদেশের কিন্নরে পুহ-এর কাছে ৫ নম্বর জাতীয় সড়কে।

ভিডিওতে দেখা যাবে, বেশ কয়েকজন পর্যটক তাঁদের মোবাইল ফোনের ক্যামেরায় বরফের স্তুপ এগিয়ে আসার ছবি তোলার চেষ্টা করছেন। এরইমধ্যে এক ব্যক্তিকে লোকজনকে সতর্ক করে দিয়ে দ্রুত সরে যেতে বলতে শোনা গিয়েছে। বেশ কয়েকটি গাড়িকেও নিরাপদ স্থানে পিছিয়ে আসতে দেখা যায়। শেষে একটি টেম্পোকে দুটি বরফস্তুপের মাঝে আটকে যেতে দেখা যায়। কেননা, এই গাড়িকে সঠিক সময়ে পিছিয়ে নিয়ে আসা যায়নি।

এই ভিডিও দেখে অনেক নেটিজেনই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যার কথা মনে করেছেন।