ভিডিওতে দেখুন, প্রকাশ্যে বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে পালাল দুষ্কৃতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2016 11:01 AM (IST)
হায়দারাবাদ: হায়দারাবাদে প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে নিয়ে পালাল এক দুষ্কৃতী। দুষ্কৃতীকে ধাওয়া করতে গিয়ে পা পিছলে পড়ে যান বৃদ্ধ। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ছড়িয়ে পড়েছে ছিনতাইয়ের সেই সিসিটিভি ফুটেজটি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দিনে দুপুরে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের দিকে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধা দম্পতি। দুষ্কৃতীটি পিছনে পিছনেই হেঁটে আসছিল বৃদ্ধা দম্পতির। তারপর বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীটি। ভিডিওতে দেখুন পুরো ঘটনাটি ভিডিও সৌজন্যে, এএনআই