নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখনউতে পুলিশের লাঠি কেড়ে নিয়ে ইভ টিজারদের পেটালেন এক তরুণী। রবিবার গৌতমপল্লি এলাকায় বন্ধুদের নিয়ে ওই তরুণী ঘুরতে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ ধরেই তাঁদের উত্যক্ত করছিল বাইক আরোহী কয়েকজন যুবক। অভব্যতা চরমে ওঠায়, প্রতিবাদ করেন ওই তরুণী। তাতে কাজ না হওয়ায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীর লাঠি কেড়ে নিয়ে ওই যুবকদের একাই পেটাতে শুরু করেন তিনি। প্রতিবাদী তরুণীকে রণংদেহি মূর্তিতে দেখার পরেও পুলিশ ছিল নীরব দর্শক।
তরুণী যে সবক শেখালেন তা ওই ইভটিজারদের সারাজীবন মনে রাখতে হবে।
দেখুন ভিডিও-