২৫ অগাস্ট রাম রহিম ধর্ষণের কারণে আদালতে দৌষী সাব্যস্ত হওয়ায় পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির বিস্তীর্ণ এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অভিযোগ, হানিপ্রীত কয়েকজন ডেরা সাচা সৌদা নেতানেত্রীর সঙ্গে হাত মিলিয়ে সেই হিংসার ব্লু প্রিন্ট তৈরি করেন। পুলিশ দাবি করেছে, হানিপ্রীত জেরার মুখে জানিয়েছেন, হিংসা ছড়াতে ডেরা সমর্থকদের ১ কোটি ২৫ লক্ষ টাকা দেন তিনি। এই টাকার মধ্যে এক কোটি ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে, ২৪ লাখ উদ্ধার হয়েছে এক অভিযুক্তের কাছ থেকে।
পুলিশের সন্দেহ, হিংসা ছড়াতে একটি হোয়াটসঅ্যাপ্ গ্রুপ তৈরি করেন হানিপ্রীত। রাম রহিম দোষী সাব্যস্ত হলে ওই গ্রুপেই মেসেজ পাঠিয়ে অশান্তি শুরুর গ্রিন সিগন্যাল দেন তিনি। এখন পুলিশ তাঁর মোবাইল ঘেঁটে তথ্য বার করছে। তারা নিশ্চিত, অশান্তির যাবতীয় ছক সিরসায় ডেরা সাচা সৌদা সদর দফতরেই কষা হয়েছিল।
দেখুন জেলের ভেতর হানিপ্রীতকে