বেঙ্গালুরু: কাবেরি জলবন্টন ইস্যুতে অগ্নিগর্ভ কর্নাটকের পরিস্থিতি। হিংসাশ্রয়ী, মারমুখী জনতার নিশানায় তামিলনাড়ু থেকে আসা যানবাহন। তামিলনাড়ুর নম্বরপ্লেট লেখা অন্তত ৩০টি বাস, ট্রাক জ্বালিয়ে দিয়েছে তারা। তামিলনাড়ুতে কন্নড়ভাষীদের ওপর হামলার অভিযোগ তুলে পাল্টা তামিলনাড়ু থেকে আসা লোকজনের দোকানপাট, বাণিজ্য প্রতিষ্ঠানে চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছে উন্মত্ত জনতা।
আজই সুপ্রিম কোর্ট ৫ সেপ্টেম্বরের নির্দেশ সামান্য সংশোধন করে কর্নাটককে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুকে কাবেরি থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়তে বলে। আগের নির্দেশে ১০ দিন ধরে তামিলনাড়ুর চাষিদের স্বার্থে ১৫ হাজার কিউসেক জল দিতে বলেছিল শীর্ষ আদালত। তখন থেকেই এর প্রতিবাদে উত্তাপ তৈরি হতে থাকে কর্নাটকে। সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষোভে ফুঁসতে থাকে স্থানীয় কৃষক, কট্টরপন্থী কন্নড় সংগঠনগুলি। ৯ সেপ্টেম্বর বনধ পালিত হয় রাজ্যে। সর্বোচ্চ আদালত আজ জল ছাড়ার পরিমাণ কমালেও তাদের ক্ষোভ বিন্দুমাত্র কমেনি। দেশের তথ্যপ্রযুক্তি রাজধানী শহরের পাশাপাশি মান্ডা, চিত্রদূর্গ, ধারওয়াড়ে রাস্তায় নেমে তামিলনাড়ুর রেজিস্ট্রেশন নম্বর লেখা নেমপ্লেট লাগানো বাসে পাথর ছোঁড়ে, আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দাপিয়ে বেড়ায় তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেঙ্গালুরুতে দুটি চেন্নাই-কেন্দ্রিক হোটেল, মোবাইল ফোনের দোকানও ভাঙচুর হয়েছে।
বেঙ্গালুরুতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ১৫ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি নামানো হয় কর্নাটক স্টেট রিজার্ভ পুলিশ, সিটি আর্মড রিজার্ভ পুলিশ, বিশেষ বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি-কেও।
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর স্বীকার করেছেন, প্রতিবাদ যে এমন ভয়াবহ চেহারা নেবে, আগাম আঁচ করতে পারেননি তাঁরা। তিনি বলেছেন, হিট অ্যান্ড রান কৌশল নিয়েছে হামলাকারীরা। পুলিশ না থাকলেই ২০-৩০ জনের দল হামলা করেই চম্পট দিচ্ছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় কাল বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পাশাপাশি তিনি তামিলনাড়ু সরকারকেও চিঠি লিখে আবেদন করেছেন, যাতে সেখানে বসবাসকারী কন্নড়ভাষীদের ওপর হামলা আর না হয়, তাদের সম্পত্তি, জীবন সুরক্ষিত থাকে। গত দুদিন ধরে কন্নড়ভাষীদের ওপর তামিলনাড়ুতে হামলা চলেছে বলে অভিযোগ।
কাবেরি: হিংসায় জ্বলছে কর্নাটক, আগুন তামিলনাড়ুর বাস, ট্রাকে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2016 04:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -