সুপ্রিম কোর্ট কাবেরীর জলে তামিলনাড়ুর ভাগ কমানোয় হতাশ রজনীকান্ত, কমল হাসান
Web Desk, ABP Ananda | 16 Feb 2018 07:46 PM (IST)
ফাইল ছবি
চেন্নাই: কাবেরীর জলবণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে অখুশি দুই চলচ্চিত্র তারকা রজনীকান্ত ও কমল হাসান। তামিলনাড়ুর ভাগের জল কমে যাওয়ায় তাঁরা দু’জনেই হতাশা প্রকাশ করেছেন। তবে এই পরিস্থিতিতে তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার পক্ষে সওয়াল করেছেন কমল। আজ কাবেরীর জলবণ্টন নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কর্ণাটকের প্রাপ্য জলের ভাগ বেড়েছে এবং তামিলনাড়ুর ভাগ কমেছে। এরপরেই ট্যুইট করে রজনীকান্ত বলেছেন, ‘কাবেরীর জলবণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের ফলে তামিলনাড়ুর কৃষকদের জীবিকার ক্ষেত্রে সঙ্কট বাড়বে। এই রায় অত্যন্ত হতাশাজনক। এই রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের রিভিউ পিটিশন দায়ের করা উচিত।’ কমল বলেছেন, ‘তামিলনাড়ু কম জল পাওয়ায় আমি হতাশ। তবে আমরা যে পরিমাণ জল পাচ্ছি, সেটা কাজে লাগানো এবং সংরক্ষণ করাও জরুরি। কর্ণাটক ও তামিলনাড়ুর সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখা জরুরি। সেটা হলেই নদীর জাতীয়তাকরণের মতো বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’