অযোধ্যা: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদের তহবিলে ১ কোটি টাকা দান করেছেন এক বৃদ্ধ সন্ন্যাসী। ৮৩ বছরের এই সাধক ৫০ বছরেরও বেশি সময় ধরে ঋষিকেশের একটি গুহায় বাস করেন। তিনি জানিয়েছেন, এতদিন ধরে তাঁরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তাই সেই মন্দির নির্মাণে এই অর্থ সাহায্য করেছেন তিনি।

এই সন্ন্যাসীর নাম স্বামী শঙ্কর দাস। তিনি বলেছেন, তিনি গুহায় বাস করেন অর্ধশতাব্দীর বেশি ধরে। যে ভক্তরা তাঁর গুহায় আসেন, তাঁদের দানেই করেন দিন গুজরান। বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছে জানার পর তিনি তাঁর কাছে থাকা সব টাকা মন্দির নির্মাণে দেওয়ার সিদ্ধান্ত নেন কারণ অযোধ্যায় প্রভু রামচন্দ্রের ওই মন্দির নির্মিত হতে দেখা তাঁদের সকলের এত বছরের স্বপ্ন ছিল।

এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে ১ কোটি টাকার চেক দেখে বিস্মিত হন সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্মীরা। খবর নিয়ে তাঁরা জানতে পারেন, সত্যিই ওই টাকা রয়েছে স্বামী শঙ্কর দাসের অ্যাকাউন্টে। এরপর ব্যাঙ্ক কর্মীরা স্থানীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা ব্যাঙ্কে আসেন ও ওই সন্ন্যাসীকে সাহায্য করেন টাকাটি রাম মন্দির ট্রাস্টে জমা দিতে।

স্বামী শঙ্কর দাস জানিয়েছেন, তাঁর গুরু স্বর্গীয় টাট ওয়ালে বাবা যে গুহায় থাকতেন সেখানে ভক্তরা যে টাকা অনুদান দিতেন, তার সঙ্গে তাঁর কাছে থাকা অনুদানের টাকা যোগ করে মোট ১ কোটি টাকা হয়েছিল। সেই টাকা সবটাই রাম মন্দির নির্মাণে দিয়েছেন তিনি।

বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যার রাম মন্দির নির্মাণে গোটা দেশ থেকে অর্থ সংগ্রহ করছে। মন্দির নির্মাণ তহবিলে প্রথম অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তিনি দিয়েছেন ৫ লাখ টাকা। টাকা সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের স্বেচ্ছাসেবকরা, যার যেমন সাধ্য তার থেকে তেমন অর্থ গ্রহণ করছেন। এখনও পর্যন্ত শুধু উত্তর প্রদেশ থেকেই এই খাতে ৫ কোটি টাকার মত সংগ্রহ হয়েছে।