মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে লড়াইয়ে জয় পেয়েছেন। বম্বে হাইকোর্টের রায় তাঁদের পক্ষেই গিয়েছে। এবার সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনিকে সরিয়ে দেওয়া এবং বোর্ডকে ঢেলে সাজানোর পক্ষে সওয়াল করলেন অনুরাগ কাশ্যপ।

 

‘উড়তা পঞ্জাব’-এর অন্যতম প্রযোজক বলছেন, নিহালনির সঙ্গে আমাদের বিশাল ঝামেলা হয়েছে। আমরা চাই তাঁকে সিবিএফসি-র প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু তাঁর বদলে যিনি আসবেন তিনি যে আরও খারাপ কাজ করবেন না, সেই নিশ্চয়তা কোথায়? তাই শুধু নিহালনিকে সরালেই হবে না, গোটা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে।

 

অভিষেক চৌবে পরিচালিত ছবিটির মুক্তি পাওয়ার কথা শুক্রবার। আদালতের রায়ে মাত্র একটি দৃশ্য বাদ দিয়েই মুক্তি পেতে চলেছে ‘উড়তা পঞ্জাব’। কিন্তু তার আগে নির্মাতাদের অনেক লড়াই করতে হয়েছে। নিহালনি ও কাশ্যপ একে অপরের বিরুদ্ধে কয়েকদিন ধরে ক্রমাগত তোপ দেগে যাচ্ছিলেন। সেন্সর বোর্ডের প্রধানের অভিযোগ ছিল, আম আদমি পার্টির কাছ থেকে টাকা নিয়েছেন কাশ্যপ। বলিউডের অনেকেই অবশ্য সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খোলেন। শেষপর্যন্ত ছবি নির্মাতাদেরই জয় হল।

 

এই লড়াই প্রসঙ্গে কাশ্যপ বলছেন, সেন্সরশিপের বিরুদ্ধে এই লড়াইয়ের সময় আমরা খেয়াল রেখেছিলাম, এর সঙ্গে যেন রাজনীতি জড়িয়ে না পড়ে। আমরা যেটা বিশ্বাস করি, সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। সেটা নিয়েই আমাদের লড়াই ছিল। গোটা বলিউড আমাদের সঙ্গে ছিল। এর আগে এমনটা দেখিনি। আমি অনুভব করেছি, সবাই একসঙ্গে থাকলে এই ধরনের লড়াই জেতা যায়। বলিউড অনেক সময়ই সবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে যায়। আমাদের একসঙ্গে এটা প্রতিরোধ করতে হবে।

 

সেন্সর বোর্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্যপের প্রশংসা করেছেন ‘উড়তা পঞ্জাব’-এর নায়ক শাহিদ কপূর। তিনি বলেছেন, এই ধরনের লড়াইয়ের অভিজ্ঞতা তাঁদের নতুন। সেই কারণেই তিনি বা আলিয়া ভট্ট খুব বেশি সরব হননি। তাঁরা চেয়েছিলেন, অভিজ্ঞ কাশ্যপই সমস্যার মোকাবিলা করুন। সেটা তিনি করতে পেরেছেন।