ব্যাপম কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2016 11:07 AM (IST)
নয়াদিল্লি: তিন বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে বুধবার সকালে গ্রেফতার হলেন ব্যাপম কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত রমেশ শিভারে। সিবিআই ও উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে কানপুর থেকে গ্রেফতার করা হয়েছে রমেশকে। উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল জাভেদ আহমেদ জানিয়েছেন, রমেশের বিরুদ্ধে ব্যাপম কেলেঙ্কারিতে একাধিক মামলা রয়েছে। তাঁর সন্ধান দিলে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আদালতে পেশ করার পর রমেশকে এদিনই ভোপালে নিয়ে যাওয়া হবে। ব্যাপম কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত রমেশ মিডলম্যানের কাজ করেছিলেন বলে অভিযোগ। বিপুল অর্থের বিনিময়ে তিনি জাল পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা দায়ের করে সিবিআই। আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রমেশ। কিন্তু ২০১৪ সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট তা খারিজ করে দেয়। এরপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন রমেশ। বুধবার কানপুরের কল্যাণপুর অঞ্চলের আবাস বিকাশ কলোনি থেকে ধরা পড়লেন তিনি।