জেএনইউ-এর ছাত্র নজীবের খোঁজ দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল সিবিআই
Web Desk, ABP Ananda | 29 Jun 2017 08:03 PM (IST)
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নজীব আহমেদের খোঁজ দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করল সিবিআই। নির্দিষ্ট কয়েকটি ফোন নম্বর দিয়ে তদন্তকারীদের নজীবের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। আট মাস আগে হোস্টেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান নজীব। তাঁর খোঁজে সম্প্রতি সেই হোস্টেলে গিয়েছিলেন তদন্তকারীরা। নজীবের মা ফতিমা নাফিস তদন্তকারীদের সঙ্গে দেখা করে তাঁর ছেলের অন্তর্ধানের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত বছরের ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ফিরেছিলেন নজীব। ১৫ অক্টোবর মধ্যরাতে তিনি মা-কে ফোন করে জানান, কিছু একটা গোলমাল হয়েছে। এই কথা শুনেই ফতিমা উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে বাসে চড়ে দিল্লি আসেন। আনন্দবিহারে পৌঁছনোর পর তিনি নজীবকে ফোন করে তিনি যে হোটেলে আছেন, সেখানে আসতে বলেন। কিন্তু নজীব সেখানে যাননি। তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। হোস্টেলে পৌঁছে নজীবের রুমমেটের কাছ থেকে ফতিমা জানতে পারেন, মারামারিতে চোট পেয়েছিলেন নজীব। প্রথমে দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু নজীবের খোঁজ পাওয়া যায়নি। এরপর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ফতিমা। গত ১৬ মে বিচারপতি জি এস সিস্তানি ও রেখা পালির বেঞ্চ এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয়। অন্তত ডিআইজি পদমর্যাদার এক আধিকারিককে এই ঘটনার তদন্ত করতে হবে নির্দেশ দিয়েছে আদালত। ১৭ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে।