৩ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, আয়কর দফতরের ডেপুটি কমিশনারকে গ্রেফতার করল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2017 01:31 PM (IST)
নয়াদিল্লি: মুম্বইয়ে আয়কর দফতরের এক ডেপুটি কমিশনারকে সিবিআই গ্রেফতার করল। অভিযোগ, ৩ কোটি টাকা ঘুষ নিয়েছেন তিনি। অভিযুক্তের নাম জয়পাল স্বামী। তাঁর দুই সহযোগী কমলেশ শাহ ও প্রথমেশ মাসদেকারকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সিবিআই জানিয়েছে, করফাঁকি দেওয়ার সুযোগ দেবেন আশ্বাস দিয়ে ওই ডেপুটি কমিশনার ৩ কোটি টাকা ঘুষ চান। তাঁর দুই সহযোগীর কাজ ছিল, সেই টাকা সোনায় বদলে দেওয়া। দুটি চেকে ওই ৩ কোটি টাকা নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও হন এক সহযোগী। গ্রেফতার হন বাকি দুজন। মুম্বইয়ের তিন জায়গায় তল্লাশিও করে সিবিআই।