নয়াদিল্লি: ৪দিন আগে আচমকা নিখোঁজ হয়েছিলেন। বলেছিলেন, তাঁর ওপর বড় কর্তাদের চাপ আছে। রবিবার সেই নিখোঁজ আমলা আনন্দ জোশীকে গ্রেফতার করল সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে বিদেশি অনুদান আইনে ইচ্ছেমত নোটিশ জারি করে মোটা টাকা ঘুষ নেন তিনি। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ফাইল উদ্ধার করে সিবিআই। বিদেশ থেকে বেআইনিভাবে টাকা অনুদানের ঘটনায় অভিযুক্ত সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের সংস্থার ফাইলও ছিল তার মধ্যে। এই ঘটনা জানাজানি হওয়ার পরেই প্রশ্ন ওঠে, তিস্তাকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য সরকারেরই একটা অংশ তলে তলে তৎপর হয়েছে কিনা। গত সোমবার দুর্নীতির অভিযোগে আনন্দ জোশীর বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করে। কিন্তু জোশী দাবি করেন, তিনি যা করেছেন, সবই ওপরমহলের চাপে। বিশেষ কয়েকটি এনজিও-কে ক্লিনচিট দেওয়ার জন্য বড়কর্তারা তাঁকে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ করেন তিনি। বুধবার তিনি গাজিয়াবাদে নিজের বাড়ি থেকে আচমকা উধাও হন। রবিবার পশ্চিম দিল্লির তিলকনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সিবিআই হেডকোয়ার্টারে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।