নয়াদিল্লি: দুর্নীতির জালে এবার খোদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি!
খবরে প্রকাশ, একটি দুর্নীতি মামলায় ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইশরত মাসরুর কুদ্দুসি সহ পাঁচজনকে গ্রেফতার করল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রেটার কৈলাশের বাসভবন সহ আটটি জায়গায় তল্লাশি চালানোর পর কুদ্দুসিকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়। সিবিআই আরও জানিয়েছে, ভূবনেশ্বর ও লখনউতেও তল্লাশি চালানো হয়।
কুদ্দুসি ছাড়াও যাঁদের গ্রেফতার করা হয়েছে, তারা হলেন—প্রসাদ এডুকেশনাল ট্রাস্টের বি পি যাদব ও পলাশ যাদব। লখনউতে একটি মেডিক্যাল কলেজের পরিচালনার দায়িত্বে রয়েছে এই ট্রাস্ট। এছাড়া, গ্রেফতার করা হয়েছে বিশ্বনাথ অগ্রবাল নামে এক মিডলম্যান এবং রামদেব সারস্বত নামে এক হাওয়ালা ট্রেডারকে।
সিবিআই-এর দাবি, সম্প্রতি নতুন ছাত্র ভর্তি করার বিষয়ে মেডিক্যাল কলেজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগ, বেআইনিভাবে ইস্যুটির ‘সমাধান’ করার চেষ্টা করছিলেন ধৃতরা।