নয়াদিল্লি:  ১.৯৯ কোটি টাকা অর্থমূল্যের বাতিল নোট ১০০ ও ২০০০ টাকায় বদলে দেওয়ার অভিযোগে বেঙ্গালুরুতে রিজার্ভ ব্যাঙ্কের নগদ বিভাগের দুজন কর্মীকে গ্রেফার করল সিবিআই।

বেআইনি ভাবে নোট বদলানোয় গ্রেফতার হয়েছেন সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট সদানন্দ নাইকা ও স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট এ কে কাভিন। দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারার পাশাপাশি ফৌজদারি আইন ও প্রতারণার অভিযোগও আনা হয়েছে দুজনের বিরুদ্ধে, জানিয়েছে সিবিআই সূত্র। দুই অভিযুক্তকেই বেঙ্গালুরুর বিশেষ আদালত চারদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

সিবিআই মুখপাত্র দেবপ্রীত সিংহ বলেছেন, অভিযোগ হল, ওই দুজন  বেঙ্গালুরুর আরবিআইয়ের আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় কর্তাব্যক্তি অচেনা কয়েকজনের সঙ্গে ফৌজদারি ষড়যন্ত্রে শামিল হয়েছেন। তাঁদের ওপর নতুন নোটের দেখভালের ভার ছিল। তার অপব্যবহার করে নিয়ম ভেঙে আরবিআই কর্মী ও অন্যদের ১.৯৯ কোটি টাকার  নতুন নোট দিয়ে দেন তাঁরা। রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ঊর্ধ্বসীমা ভেঙে নতুন নোট  দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অব মাইসোরের কর্মীদের ওপর নিজের প্রভাব খাটিয়ে ৬ লক্ষ টাকার বেশি বাতিল নোট নতুন নোটে বদলে নেওয়ার পৃথক ঘটনায় কেন্দ্রীয় ব্যাঙ্কের আরেক কর্মীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই।