আইএনএক্স মিডিয়া মামলায় জেরার জন্য ৬ জুন চিদম্বরমকে ডাকল সিবিআই
Web Desk, ABP Ananda | 01 Jun 2018 07:58 PM (IST)
নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য পি চিদম্বরমকে সমন সিবিআইয়ের। চিদম্বরম ইউপিএ জমানায় অর্থমন্ত্রী থাকাকালে ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার বিনিয়োগ গ্রহণের জন্য আইএনএক্স মিডিয়াকে এফআইপিবি-র ছাড়পত্র দেওয়ায় অনিয়মের অভিযোগে গত বছরের ১৫ মে একটি এফআইআর দায়ের করে সিবিআই। আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের ছেলে কার্তিকেও ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এই মামলায় ৩ জুলাই পর্যন্ত চিদম্বরমকে সিবিআই গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছে, তাঁকে গ্রেফতারির হাত থেকে সুরক্ষা দিয়েছে। পাশাপাশি তাঁকেও এই মামলায় সিবিআই ডাকলেই জেরার জন্য হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত। মামলায় বাকি অভিযুক্তদের মধ্যে আছেন আইএনএক্স মিডিয়ার তত্কালীন ডিরেক্টর ইন্দ্রানী মুখার্জি ও আইএনএক্স নিউজের সেই সময়কার ডিরেক্টর পিটার মুখার্জি। সূত্রের খবর, আইএনএক্স মিডিয়ার গোটা উদ্যোগের পিছনে ছিলেন এই দুজন। সূত্রের খবর, গতকাল চিদম্বরমকে মামলায় জেরার জন্য ডাকা হয়। কিন্তু সিবিআই নোটিসের পরিপ্রেক্ষিতে তিনি আরেকটা তারিখ চান।