নয়াদিল্লি: কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরার সংস্থার বিরুদ্ধে বেআইনি জমি লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করল সিবিআই। রাজস্থান সরকার বিকানিরে বঢরার সংস্থার বেআইনি কার্যকলাপ সহ ১৮টি বেআইনি জমি লেনদেনের অভিযোগ করেছিল। রাজস্থান পুলিশ প্রথমে তদন্ত শুরু করে। পরে সিবিআই-কে তদন্তভার দেয় রাজস্থান সরকার। সেই তদন্ত এবার শুরু হল।

সিবিআই সূত্রে থবর, বিকানিরে সেনাবাহিনীর ব্যবহৃত মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জের জমি নিয়েই বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠেছে। ২০১৪ সালের অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৮টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৬টি এফআইআর করা হয়েছে গজনির থানায় এবং দুটি কোলায়ত থানায়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাজ্য সরকার ১৮টি জমি লেনদেনের চুক্তি বাতিল করে। বঢরার সংস্থার বিরুদ্ধেই বেআইনিভাবে বেশিরভাগ জমি কেনার অভিযোগ করা হয়েছে।