আইন ভেঙে বনভূমি বেসরকারি সংস্থাকে? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি
Web Desk, ABP Ananda | 09 Sep 2017 06:56 PM (IST)
নয়াদিল্লি: ইউপিএ জমানার পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজনের বাসভবনে অভিযান, তল্লাশি সিবিআইয়ের। আইন ভেঙে ঝাড়খণ্ডের বনভূমি মাইনিংয়ের জন্য বেসরকারি কোম্পানিকে দিতে ছাড়পত্র দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। জয়ন্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে শনিবার হানা দেয় সিবিআই। অভিযোগ, ২০১২ সালে বনজঙ্গল সংরক্ষণ আইন ভেঙে ঝাড়খণ্ডের সিংভূম জেলার সারান্ডা জঙ্গলের জমি মাইনিং কোম্পানি ইলেক্ট্রোস্টি কাস্টিং লিমিটেড (ইসিএল)কে দিতে সম্মতি দেন জয়ন্তী। জয়ন্তী ছাড়াও ইসিএলের তত্কালীন ম্যানেজিং ডিরেক্টর উমঙ্গ কেজরীবাল, ওই সংস্থা ও আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সিবিআইয়ের দাবি, জয়ন্তীর আগে কেন্দ্রীয় পরিবেশ রাষ্ট্রমন্ত্রী জয়রাম রমেশ ছাড়পত্র দিতে রাজি হননি। কিন্তু তিনি মন্ত্রক ছাড়ার পর তাঁর জায়গায় এসে বেসরকারি মাইনিং কোম্পানিকে জমি দেওয়ায় সম্মতি দেন জয়ন্তী। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, ইসিএলকে বনজঙ্গল সংক্রান্ত উদ্দেশ্যের বাইরে অন্য কাজে লাগাতে ৫৫.৭৯ হেক্টর বনভূমি দিতে ছাড়পত্র মঞ্জুর করেন সেই সময়কার পরিবেশ রাষ্ট্রমন্ত্রী জয়ন্তী নটরাজন, যদিও আগের মন্ত্রী অনুমতি প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই প্রত্যাখ্যানের পর পরিস্থিতিতে কোনও বদল না হওয়া সত্ত্বেও জয়ন্তী ছাড়পত্র দেন। এও বলা হয়েছে, এ ব্যাপারে ডিরেক্টর জেনারেল ফরেস্টস-এর পরামর্শ ও সুপ্রিম কোর্টের নির্দেশাবলী মানা হয়নি।