জব্বলপুর: ঘুষের টাকা যদি দুর্নীতিগ্রস্ত আধিকারিকের পরিবারের সদস্যরাও ব্যবহার করেন তাহলে তাঁরাও সমান দোষী। এই মন্তব্য করে জব্বলপুরের কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক সহ তাঁর স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত।দোষী আধিকারিক একজন অ্যাকাউন্ট্যান্ট। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিচারক অশোক চন্দ্র গুপ্ত প্রত্যকের আড়াই লক্ষ টাকা করে জরিমানাও করেছেন। ওই অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে ৯৪ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে।

সিবিআইয়ের সরকারি কৌসুলি আদালতকে বলেন, অভিযুক্ত সূর্যকান্ত গৌর প্রতিরক্ষা বিভাগের অ্যাকাউন্টস দফতরে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। কাজে নিযুক্ত থাকার সময় তিনি তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন।

সিবিআই ২০১০-র ১৪ জুলাই গৌরের বাড়িতে হানা দিয়ে ৯৪ লক্ষ টাকার অবৈধ লেনদেন সংক্রান্ত নথিপত্র উদ্ধার করে। ওই ৯৪ লক্ষ টাকা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

আদালত তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।

গৌর, তাঁর স্ত্রী,পুত্র-পুত্রবধু সাজা পাওয়ায় বাড়িতে একা হয়ে যায় নাবালক নাতি। এজন্য পরিবারের অনুরোধে আদালত শিশুটিকেও জেলে নিয়ে আসার অনুমতি দিয়েছে।