নয়াদিল্লি: এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তির বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। তাঁদের দু’জনকেই এই মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনির এজলাসে চার্জশিট দেওয়া হয়েছে। এ মাসের ৩১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সাইনি।
এ বিষয়ে চিদম্বরম বলেছেন, ‘আমার ও সৎ ভাবমূর্তির অফিসারদের বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগের ভিত্তিতে চার্জশিট দেওয়ার জন্য সিবিআই-এর উপর চাপ সৃষ্টি করা হয়েছে। মামলাটি এখন আদালতের বিচারাধীন। সব শক্তি দিয়ে লড়াই করা হবে। এ বিষয়ে আমার আর প্রকাশ্যে কোনও মন্তব্য করা উচিত নয়।’
চিদম্বরম ইউপিএ ১ সরকারের আমলে অর্থমন্ত্রী থাকার সময়ই ৩,৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস ও ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়া দুর্নীতির অভিযোগ ওঠে। ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড এই চুক্তি অনুমোদন করেছিল। এ বিষয়ে চিদম্বরম ও কার্তির ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে, চিদম্বরমকে চার্জশিট দেওয়া নিয়ে আজ লোকসভায় বচসায় জড়ান বিজেপি ও কংগ্রেস সাংসদরা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, পলাতক আর্থিক অপরাধী বিজয় মাল্য জড়িত এমন একটি মামলায় একজন প্রাক্তন অর্থমন্ত্রীকে চার্জশিট দেবে সিবিআই। তাঁর এই বক্তব্যের পরেই সরব হন কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘সবকিছুই পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। আপনি কী করে জানলেন? আপনি এ কথা বলছেন। তার মানে আপনি সিবিআই-এর কাছ থেকে রিপোর্ট পেয়েছেন।’
এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চিদম্বরম, কার্তির বিরুদ্ধে চার্জশিট, সিবিআই-কে চাপ দেওয়া হয়েছে, দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2018 05:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -