ধর্ষণের দু’টি মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে রাম রহিমের। তিনি এখন জেলবন্দি। এরপর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া এই মামলাতেও যদি দোষী সাব্যস্ত হন ডেরা প্রধান, তাহলে তাঁর সাজার পরিমাণ বাড়বে।
৪০০ অনুগামীকে নপুংসক করার মামলায় রাম রহিমের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2018 07:41 PM (IST)
নয়াদিল্লি: ডেরা সচ্চা সৌদার ৪০০ অনুগামীকে নপুংসক করে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গুরমিত রাম রহিম সিংহ এবং দু’জন চিকিৎসক পঙ্কজ গর্গ ও এম পি সিংহের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। আজ পঞ্চকুলার বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়।
ধর্ষণের দু’টি মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে রাম রহিমের। তিনি এখন জেলবন্দি। এরপর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া এই মামলাতেও যদি দোষী সাব্যস্ত হন ডেরা প্রধান, তাহলে তাঁর সাজার পরিমাণ বাড়বে।
ধর্ষণের দু’টি মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে রাম রহিমের। তিনি এখন জেলবন্দি। এরপর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া এই মামলাতেও যদি দোষী সাব্যস্ত হন ডেরা প্রধান, তাহলে তাঁর সাজার পরিমাণ বাড়বে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -