নয়াদিল্লি: ডেরা সচ্চা সৌদার ৪০০ অনুগামীকে নপুংসক করে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গুরমিত রাম রহিম সিংহ এবং দু’জন চিকিৎসক পঙ্কজ গর্গ ও এম পি সিংহের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। আজ পঞ্চকুলার বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়।
ধর্ষণের দু’টি মামলায় ২০ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে রাম রহিমের। তিনি এখন জেলবন্দি। এরপর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া এই মামলাতেও যদি দোষী সাব্যস্ত হন ডেরা প্রধান, তাহলে তাঁর সাজার পরিমাণ বাড়বে।
৪০০ অনুগামীকে নপুংসক করার মামলায় রাম রহিমের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2018 07:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -