নয়াদিল্লি: হরিয়ানার পঞ্চকুল্লার একটি জমি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)কে নতুন করে বরাদ্দ করার ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগের জেরে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা, কংগ্রেস নেতা মতিলাল ভোরার বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের। এজেএল কংগ্রেস নেতাদের পরিচালিত বলে অভিযোগ। নানা মহলের দাবি, এজেএল চালান গাঁধী পরিবারের লোকজন সহ কংগ্রেস নেতারা। এজেএল ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রকাশ করে।
বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়ে সিবিআই বলেছে, পঞ্চকুল্লার সি-১৭ জমিটি নতুন করে বরাদ্দ করার ফলে সরকারি তহবিলের ৬৭ লক্ষ টাকা লোকসান হয়েছে। এ ব্যাপারে ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি চক্রান্ত সংক্রান্ত নানা ধারা ও দুর্নীতি দমন আইনের নানা বিধির আওতায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হরিয়ানা নগর উন্নয়ন কর্তৃপক্ষের তত্কালীন চেয়ারম্যান হুডা, এজেএলের তখনকার চেয়ারম্যান ভোরা ও এজেএল কোম্পানিকে অভিযুক্ত করেছে। চার্জশিটে বলা হয়েছে, এজেএলকে ১৯৮২ সালে পঞ্চকুলায় একটি জমি বরাদ্দ করা হয়েছিল, কিন্তু ১৯৯২ পর্যন্ত সেখানে কোনও নির্মাণ না হওয়ায় হরিয়ানা নগর উন্নয়ন কর্তৃপক্ষ তার দখল ফিরিয়ে নেয়। কিন্তু সেই জমিটাই আবার নিয়ম ভেঙে এজেএলকেই ২০০৫ সালে পুরানো দামেই বরাদ্দ করেন হুডা।
এজেএল জমি বরাদ্দ মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডা, কংগ্রেস নেতা ভোরার বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Dec 2018 09:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -