মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডে নয়া মোড়। এই চাঞ্চল্যকর মামলায় মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাড়ির চালক শ্যামবর রাইয়ের রাজসাক্ষী হওয়ার আবেদনকে সম্মতি জানানল সিবিআই। এদিন মামলার শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, শ্যাম যদি রাজসাক্ষী হয়ে সব সত্যের উদঘাটন করে, তাহলে তাদের কোনও আপত্তি নেই।
গতমাসেই রাজসাক্ষী হওয়ার ইচ্ছাপ্রকাশ করে এই হাই-প্রোফাইল হত্যা তদন্তের অন্যতম অভিযুক্ত শ্যাম। বিশেষ সিবিআই আদালতের কাছে জবানবন্দি দিতে গিয়ে শ্যাম স্বীকার করে, সে নিজে থেকেই রাজসাক্ষী হতে চেয়েছে। এর জন্য তার ওপর কোনও প্রকার চাপসৃষ্টি করা হয়নি। সে এ-ও জানায়, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ায় সে অনুতপ্ত।
প্রসঙ্গত, ২০১২ সালে ঘটা এই হত্যাকাণ্ডের রহস্যফাঁস হয়, যখন ঘটনার তিন বছর পর গত বছরের অগাস্ট মাসে শ্যাম গ্রেফতার হয়। বস্তুত, এই মামলায় তাকেই প্রথম গ্রেফতার করে পুলিশ। তার থেকে তথ্য পেয়েই মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
অভিযোগ, প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না এবং শ্যামকে সঙ্গে নিয়ে আগের সম্পর্ক থেকে জন্ম নেওয়া নিজের মেয়ে বছর চব্বিশের শিনাকে হত্যা করেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। রহস্যের উন্মোচন হয় যখন মহারাষ্ট্রের রায়গড়ের জঙ্গল থেকে উদ্ধার হয় শিনার দেহ। এই ঘটনায় সঞ্জীব, ইন্দ্রাণী এবং শ্যাম ছাড়াও গ্রেফতার হন ইন্দ্রাণীর বর্তমান স্বামী তথা মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়। কারণ, সিবিআই-এর দাবি, এই হত্যার সঙ্গে জড়িত ছিল পিটারও।
শিনা বোরা হত্যা মামলা: শ্যামের রাজসাক্ষী হওয়ার আর্জিতে সম্মতি সিবিআই-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2016 10:17 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -