পটনা: আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন ঘটা আইআরসিটিসি হোটেল কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর ছেলে তেজস্বী যাদবকে তাঁদের বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।


এই প্রসঙ্গে সিবিআই-এর তরফে কোনও মন্তব্য করা না হলেও, আরজেডি-র তরফে জানানো হয়েছে এদিন প্রায় চার ঘণ্টা ধরে দুজনের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।


রেল দুর্নীতি মামলায় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রতাপের নাম উঠে আসার পর জেডিইউ-আরজেডি-কংগ্রেস এর মহাজোট ছেড়ে বেরিয়ে গতবছর এসে নতুন সরকার গঠন করেন নীতীশ কুমার।


এদিনের জেরার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহাররে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করে আরজেডি। দলের সহ-সভাপতি শিবানন্দ তিওয়ারি বলেন, নরেন্দ্র মোদী এবং নীতীশ কুমার যত আমাদের দমানোর চেষ্টা চালাবেন, আমরা তত শক্তিশালী হব।


আরজেডি বিধায়ক শক্তি সিংহ যাদবের মতে, একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, বিহার সফরে এসেছেন প্রধানমন্ত্রী। সেই সময় রাবড়ি দেবী, তেজস্বীকে জেরা করে বিপক্ষকে চাপে রাখতে চাইছে বিজেপি।