চণ্ডীগড়: গুরমিত রাম রহিম সিংহের সাজা ঘোষণা করার জন্য সোমবার রোহতক জেলে নিয়ে যাওয়া হবে বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিংহকে। আজ হরিয়ানা সরকারকে এই নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বিচারপতি ও তাঁর দুই সহকারীকে আকাশপথে জেলে নিয়ে যাওয়া এবং তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গতকাল ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি জগদীপ। সোমবার সাজা ঘোষণা করা হবে। গতকালই স্বঘোষিত ধর্মগুরুকে রোহতকের সুনারিয়া জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সাজা ঘোষণা করা হবে। তার আগে আজ জেল কর্তৃপক্ষকে সাজা ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক নির্দেশিকায় বলা হয়েছে, বিচারপতি ও দু পক্ষের আইনজীবীরা যাতে জেলের মধ্যেই আদালতের মতো সুযোগ-সুবিধা পান, তার ব্যবস্থা করতে হবে।
এদিকে, সাজা ঘোষণার পর যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করার জন্য রোহতকে ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। ১৮ কলম সেনাও সেখানে পৌঁছে ফ্ল্যাগমার্চ শুরু করবে বলে জানিয়েছেন রোহতকের ডেপুটি কমিশনার অতুল কুমার। তিনি আরও জানিয়েছেন, জেলার সীমান্তে চেকপোস্ট তৈরি করা হয়েছে। নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ বাইরে থেকে রোহতকে এলেই তাঁকে আটক করা হবে। সব গ্রাম পঞ্চায়েতকে রাতে নজরদারির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তাই মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
রাম রহিমের সাজা ঘোষণার জন্য রোহতক জেলে নিয়ে যাওয়া হবে বিচারপতিকে
Web Desk, ABP Ananda
Updated at:
26 Aug 2017 07:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -