নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট ব্যঙ্গ করে তাকে বলেছিল, ‘খাঁচাবন্দি তোতা’। সময়ে সময়ে তার বিরুদ্ধে যেমন কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে, তেমনই রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতে যে কোনও ছোট বড় ঘটনায় রাজ্য পুলিশের বদলে তার তদন্তেই ভরসা রেখেছেন বিরোধীরা। এমনকী তালিকায় রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সেই সিবিআইয়েই এখন গেল গেল রব। কারণ, লোকাভাব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, সিবিআই প্রধান অনিল সিংহ হুঁশিয়ারি দিয়েছেন, এখনই রাজ্যগুলি থেকে ডেপুটেশনে লোক নিয়ে আসা না হলে সিবিআই অচল হয়ে পড়বে। এক সংসদীয় কমিটির সামনে হাজিরা দিয়ে অনিল সিংহ জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে আসা তদন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাভাবিক পরিস্থিতিতে তদন্তকারী সংস্থাটি বছরে ৭০০-র মত ঘটনার তদন্ত করতে পারে। কিন্তু সেই সংখ্যা এখন প্রায় তার দ্বিগুণ। ফলে যা হওয়ার তাই হচ্ছে। ১২০০ মামলার এখনও তদন্তই শুরু হয়নি। বিদেশের মাটিতে বাষট্টিটা মামলারও তদন্ত ঝুলছে। অথচ কাজ বাড়লেও কর্মীসংখ্যা বাড়েনি, শূন্য পদের সংখ্যা ১,৫৩১টি। এই পরিস্থিতিতে নতুন অফিসার না আসা পর্যন্ত স্বাভাবিক গতিতে কাজকর্ম হওয়া কার্যত অসম্ভব বলে সংসদীয় কমিটিকে সিবিআই প্রধান জানিয়েছেন। আশার কথা, তাঁর হুঁশিয়ারিতে কাজ হয়েছে। সিবিআইয়ে কর্মী সংখ্যার বিষয়টি জুন মাসের মধ্যে মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটি কেন্দ্রকে নির্দেশ দিয়েছে।