ভুবনেশ্বর ও কলকাতা: একা রোজভ্যালিতে রক্ষে নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াতে এবার কি দোসর সারদা কাণ্ডও?
সিবিআই সূত্রে দাবি, ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে শুধু রোজভ্যালির যোগ ছিল এমন নয়। আরেক বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সারদার সঙ্গেও তাঁর যোগের তথ্য মিলেছে। হেফাজতে নিয়ে সেবিষয়েও জেরা করা হবে ধৃত তৃণমূল সাংসদকে।
সারদার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগের বিষয়ে কী তথ্য পেয়েছে সিবিআই? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার সারদার মিডল্যান্ড পার্কের অফিসে দেখা গিয়েছে। সেখানে সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর বয়ানে এই তথ্য দিয়েছেন সারদার সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে পরিচিত দেবযানী মুখোপাধ্যায়।
সিবিআইয়ের প্রশ্ন, তৃণমূলের একজন হেভিওয়েট সাংসদ একটি বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধারের সঙ্গে দেখা করবেন কেন? তাও আবার সেই সাংসদ, যাঁর বিরুদ্ধে রোজভ্যালি থেকে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে।
সিবিআই সূত্রে আরও দাবি, সারদাকাণ্ডের তদন্ত চালানোর সময় তাঁরা জানতে পারেন যে, সারদা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বহু সুযোগ-সুবিধা পেয়েছেন। কিন্তু, তখন এবিষয়ে সেরকম কোনও প্রমাণ তাঁদের হাতে আসেনি। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তখন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো যায়নি।
গোয়েন্দা সূত্রে খবর, এর অনেক পরে দেবযানী মুখোপাধ্যায়ের বয়ানে সুদীপের নাম মেলে। সেই সঙ্গে রোজভ্যালিকাণ্ডেও উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে প্রচুর তথ্যপ্রমাণ হাতে চলে আসে। শেষমেশ রোজভ্যালিকাণ্ডেই সুদীপকে তলব করা হয় এবং বুধবার তাঁকে গ্রেফতার করা হয়।
সিবিআই সূত্রে দাবি, সুদীপকে যখন হেফাজতে পাওয়া গিয়েছে, তখন রোজভ্যালির পাশাপাশি সারদারাণ্ড নিয়েও তাঁকে জেরা করে ফেলতে চান গোয়েন্দারা। উদ্দেশ্য, নতুন তথ্য বের করে আনা।
সারদাকাণ্ডেও যোগ সুদীপের? দাবি সিবিআইয়ের, করা হবে জেরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jan 2017 09:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -