কোচি: তিন বছর আগে কান্নুরে এক আরএসএস ক্যাডারের হত্যায় 'প্রধান চক্রী' বলে জানিয়ে কেরল সিপিএমের শীর্ষ স্তরের নেতা পি জয়রাজনকে ইউএপিএ আইনে অভিযুক্ত করল সিবিআই। ২০১৪-র ১ সেপ্টেম্বর এলানথোট্টাথিল মনোজ নামে সঙ্ঘ কর্মীর হত্যাকাণ্ডকে 'নৃশংস', 'সন্ত্রাসবাদী আচরণ' আখ্যা দিয়েছে হত্যাকাণ্ডের তদন্তকারী সিবিআইয়ের তিরুবনন্তপুরম শাখার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।


এর্নাকুলামের বিশেষ বিচারক-৩ এর আদালতে তদন্ত রিপোর্ট দিয়ে তারা বলেছে, 'সুপরিকল্পিত', 'দারুণ সংগঠিত' হত্যাকাণ্ড এটি। 'সুগভীর চক্রান্ত' রয়েছে এর পিছনে।

জয়রামনকে ১৯৬৭-র বেআইনি কার্যকলাপ রোধ আইনের ১৮, ১৯ সহ বিভিন্ন ধারায় অভিযুক্ত করেছে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) (ফৌজদারি ষড়যন্ত্র) সহ একাধিক ধারাও প্রয়োগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। এই মামলার ২৫-তম অভিযুক্ত তিনি।

রিপোর্টে বলা হয়েছে, মনোজকে নারকীয়, সন্ত্রাসবাদী কায়দায় হত্যা করতে প্রথম অভিযুক্ত বিক্রমণের সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রে সামিল হন মূল চক্রী জয়রাজন। প্রায় দুদশক আগে জয়রাজনের ওপর হামলার বদলা নিতে দুজনে হাত মেলান। হত্যার জন্য ভাড়াটে খুনিদের লাগানো, মারাত্মক অস্ত্রশস্ত্র, বোমার ব্যবস্থা করার জন্য জয়রাজন ব্যবহার করেন বিক্রমণকে।

ব্যক্তিগত ও রাজনৈতিক শত্রুতার জেরে প্রতিশোধ নিতে খুন করা হয় ওই সঙ্ঘ কর্মীকে। তাছাড়া মনোজকে হত্যা করে কান্নুরের অন্যান্য আরএসএস কর্মীদের ও জনমানসে সন্ত্রস্ত করে রাখাও ছিল তাদের লক্ষ্য ছিল বলে রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই।