নয়াদিল্লি: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্র।
১৭ থেকে ২২ ফেব্রুয়ারি হওয়া কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (টিয়ার-২) প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠায় সিবিআই তদন্তের সুপারিশ করে এসএসসি।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, প্রতিবাদী পরীক্ষার্থীদের অভিযোগকে মান্যতা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল। আশা করি ছাত্রদের প্রতিবাদ-বিক্ষোভ এবার থামবে।
প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ প্রকাশ্যে আসা ইস্তক গত ২৭ তারিখ থেকেই কমিশন ভবনের সামনে প্রতিবাদে সোচ্চার হয় পরীক্ষার্থীরা।
এই প্রসঙ্গে গতকালই দিল্লির বিজেপি প্রধান তথা সাংসদ মনোজ তিওয়ারির নেতৃত্বে ছাত্রদের এক প্রতিনিধিদল এসএসসি চেয়ারম্যান অসিম খুরানার সঙ্গে দেখা করে। পরে, তারা রাজনাথ সিংহের সঙ্গেও সাক্ষাত করে।
পরে, এক বিবৃতি দিয়ে এসএসসি-র তরফে জানানো হয়, গত ২১ তারিখ হওয়া প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ নিয়ে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরকে সুপারিশ করতে রাজি হয়েছে কমিশন, যাতে তারা কেন্দ্রকে অনুরোধ করে এই মামলায় সিবিআই তদন্ত করতে।