নয়াদিল্লি: নারদ-মামলায় সিবিআই জেরার মুখে সংস্থার সিইও ম্যাথ্যু স্যামুয়েলস।


বৃহস্পতিবার, নয়াদিল্লিতে সিবিআই-এর সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল ম্যাথ্যুকে। সেখানে তাঁকে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, স্টিং-অপারেশন মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।


সিবিআই দফতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের ম্যাথ্যু জানান, তাঁকে স্টিং অপারেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমায় ৭০-৮০টা প্রশ্ন করা হয়েছে। কোথায় কিভাবে স্টিং অপারেশন চালানো হয়েছিল, জানতে চাওয়া হয়। একইসঙ্গে, কলকাতার কোথায় ছিলাম, তাও জানতে চাওয়া হয়।


সংবাদমাধ্যমকে ম্যাথ্যু আরও জানান, মা অসুস্থ থাকায় ৩ দিন আগে তিনি দিল্লিতে এসেছেন। এর মধ্যেই সিবিআইয়ের তরফে ফোন করে তাঁকে দফতরে দেখা করতে বলা হয়। পাশাপাশি সিবিআই তাঁদের একজন প্রতিনিধিকে কোচিনে তাঁর বাড়ি এবং অফিসে পাঠাতে চান বলেও দাবি করেন ম্যাথ্যু।


যদিও, তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় ম্যাথ্যুকে অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে না। জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য হল তথ্য জোগাড় করা। ইতিমধ্যই, এই মামলায় প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই।


গত বছরের ১৪ মার্চ প্রথম, নারদ নিউজের স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে আসে।  যা সেইসময় রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। মাঝে কিছুটা থিতিয়ে গেলেও, হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেওয়ায়, এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে।