নয়াদিল্লি: বিদেশি অনুদানের ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগে অ্যামনেস্টি ইন্ডিয়ার দিল্লি ও বেঙ্গালুরুর অফিসে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের এই পদক্ষেপকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই অভিযোগ করছে অ্যামনেস্টি। সংস্থার তরফে বলা হয়েছে, অ্যামনেস্টি দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছে, সেকারণেই এই সিবিআই হানা।


বিবৃতি দিয়ে অ্যামনেস্টি জানিয়েছে, “দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হওয়ার কারণেই অ্যামনেস্টিকে হেনস্থা করা হচ্ছে।” আরও সংযোজন, “অ্যামনেস্টি দেশীয় এবং আন্তর্জাতিক নিয়ম কানুন মেনেই চলে। মানুষের অধিকারকে স্বীকৃতি দিতেই দেশব্যাপী আমাদের সংস্থা কাজ করে। ভারতের সংবিধানে উল্লেখিত বহুত্ববাদ, সহিষ্ণুতা সহ এমন আরও মূল্যবোধও এর সঙ্গে জড়িত।”


প্রসঙ্গত, বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন তদন্তকারী সংস্থারে স্ক্যানারে পড়েছে এই অ্যামনেস্টি ইন্ডিয়া। কখনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কখনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সংস্থার একাধিক অফিসে তল্লাশি চালিয়েছে। সিংহভাগ ক্ষেত্রেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশেন আইনের লঙ্ঘনের অভিযোগে উঠেছে এই সংস্থার বিরুদ্ধে। গত বছরও অ্যামনেস্টি ইন্ডিয়ার বেঙ্গালুরুর অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, অ্যামনেস্টি এফসিআর আইনেক পাশ কাটিয়ে অনুদান নিয়েছে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতিও নেওয়া হয়নি। অ্যামনেস্টি ইন্ডিয়া ছাড়াও গ্রিনপিস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসেও তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট