বেঙ্গালুরু :কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের ও তাঁর ভাই তথা সাংসদ ডিকে সুরেশের বাড়ি সহ ১৫ টি জায়গায় সিবিআইয়ের তল্লাশি। বেঙ্গালুরুতে শিবকুমারের ডোড্ডালাহাল্লি, কণকপুরা ও সদাশিব নগরের বাসভবন সহ ১৫ জায়গায় হানা দেয় সিবিআই। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় হানা দিয়ে সিবিআই ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে বলে সংবাদসংস্থা জানিয়েছে। শিবকুমার ও তাঁর ভাই বেঙ্গালুরু গ্রামীন কেন্দ্রের সাংসদ সুরেশের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হয়।
সংবাদসংস্থার খবর, শিবকুমার ও তাঁর পরিবারের সদস্যদের বাড়ি ও অফিস সহ বিভিন্ন জায়গায় হানা গিয়ে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে।
হিসেব বহির্ভূত সম্প্রতি অধিগ্রহণের অভিযোগে সিবিআই কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী সহ অন্যান্যদের বিরুদ্ধে সিবিআই একটি মামলা দায়ের করেছে। কর্ণাটকের নয় জায়গা ছাড়াও দিল্লির ৪ টি ও মুম্বইয়ের একটি জায়গাতেও তল্লাশি চালানো হয়েছে।
এদিকে, এই তল্লাশির ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর অভিযোগ, বিজেপি প্রতিহিংসামূলক আচরণ করছে। তাঁর ট্যুইট- বিজেপি সবসময়ই প্রতিহিংসামূলক রাজনীতি করে এবং মানুষের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। উপনির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি বানচাল করতেই সিবিআই-এর এই তল্লাশি। আমি এর নিন্দা করছি।
বিজেপি অবশ্য কংগ্রেসের এই অভিযোগ খারিজ করে দিয়েছে।
আয়কর বিভাগের করফাঁকি সংক্রান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী সিবিআই ওই দুর্নীতির মামলা দায়ের করেছে।
কর্ণাটকে কংগ্রেস নেতা শিবকুমার ও তাঁর ভাইয়ের বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি সিবিআইয়ের, বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 02:07 PM (IST)
কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের ও তাঁর ভাই তথা সাংসদ ডিকে সুরেশের বাড়ি সহ ১৫ টি জায়গায় সিবিআইয়ের তল্লাশি। বেঙ্গালুরুতে শিবকুমারের ডোড্ডালাহাল্লি, কণকপুরা ও সদাশিব নগরের বাসভবন সহ ১৫ জায়গায় হানা দেয় সিবিআই।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -